ফাস্টফুড নিয়ে যতই আশঙ্কা থাক। ফাস্টফুড ছাড়া জীবন অচল। চটজলদি স্ন্যাক্সের জন্য অনেকেরই প্রথম পছন্দ বার্গার। স্কুল-অফিসের টিফিন অথবা বিকেলের হ্যাংআউট। মেনুতে জায়গা পায় বার্গার। এক-দুটি নয়, বার্গার হতে পারে বিভিন্ন ধরনের। দেখে নেওয়া যাক তারই কয়েকটি রেসিপি। চিলি বার্গার পেপার বার্গার। মাঝে পুর হিসেবে থাকবে পছন্দের মাংস। ক্রাঞ্চি চিকেন বার্গার। ডিপ ফ্রাই চিকেনে ঠাসা ভিতর। সঙ্গে থাকতে পারে লেটুসও। চিকেন চিজ বার্গার। এখানেও থাকবে চিকেন। সঙ্গে চিজের পরত। চিকেন কিমা করে চিজের সঙ্গে মিশিয়েও পুর করা যায়। টম্যাটো স্টাফড বার্গার। শুধু টপিং নয়। এই বার্গারে পুর থাকবে পুরোটাই টম্য়াটোর, সঙ্গী নানা ধরনের সস। মাশরুম বার্গার। মাছ-মাংস খান না অথচ বার্গার পছন্দ। তাঁদের জন্য আদর্শ মাশরুম, ক্যাপসিকামের পুর দেওয়া বার্গার। স্টাফড বিন বার্গার। বিনস সেদ্ধ করে আলুর সঙ্গে মিশিয়ে তৈরি হয় পুর। সঙ্গে বাছাই মশলার ঝাঁঝ।