বয়স বাড়ার গাঁটের ব্যথার সমস্যাও বাড়ে।

গাঁটের ব্যথা

গাঁটের ব্যথা থেকে মুক্তির জন্য ওষুধ, মলম এবং ব্যায়ামের দ্বারস্থ হন অনেকেই

মুক্তি

তবে সাময়িকভাবে মুক্তি পাওয়ার জন্য বেশ কিছু ঘরোয়া টোটকা আছে

ঘরোয়া টোটকা

শরীরের ওজন বেশি হলে তার চাপ পড়ে জয়েন্টে

হাঁটুর ব্যথা

উষ্ণ গরম জলে প্রতিদিন স্নান করলে কিছুটা স্বস্তি মিলতে পারে

স্নান

ব্যথা দূর করতে হলুদের জুড়ি মেলা ভার।

হলুদ

হলুদে কারকিউমিন নামক উপাদান প্রদাহ দূর করে।

প্রদাহ দূর

ব্যাগে বরফ নিয়ে সেই ব্যাগ ব্যথা অংশে দিতে হবে

ঠান্ডা

ব্যথা দূর করতে অনেকেই ম্যাসাজ করিয়ে থাকেন।

ব্যথা দূর

সরষের তেল, নারকেল তেল দিয়ে ম্যাসাজ করা যায়।

ম্যাসাজ