বিমানবন্দর থেকে নতুন ছবি আপলোড করলেন যশ দাশগুপ্ত। আজই নুসরত জাহানরে সঙ্গে করে বাংলাদেশে পাড়ি দিয়েছেন যশ। সদ্য 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি' ছবির শ্যুটিং করেছেন যশ নুসরত। এরপর আজই বাংলাদেশের উদ্দেশে পাড়ি দিয়েছেন তাঁরা। তবে তাঁদের পরিকল্পনায় কোনও শ্যুটিং নেই বলেই সূত্রের খবর। কেবল নাকি ঘুরতে যাওয়ার জন্যই বাংলাদেশে পাড়ি দিয়েছেন এই জুটি। অন্য সমস্ত দিনের মতোই, বিমানবন্দরেও যেন স্টাইল আইকন নুসরত জাহান। কম জাননা যশও। নুসরতের সঙ্গে প্রায় রঙ মিলিয়েই পোশাক পড়েছিলেন তিনি। গাঢ় শ্যাওলা ও কালোর মিশেলে পোশাক পড়েছিলেন যশ, চোখে সানগ্লাস। শ্যাওলা রঙের ওপর প্রিন্টেড জাম্পশ্যুট পরেছিলেন নুসরত জাহান। কাজ শেষে সম্ভবত নিছক ছুটি কাটাতেই বাংলাদেশ পাড়ি যশ নুসরতের।