শিক্ষার্থীরাই শুধু নন, চাকরি করার মাঝেও অনেকেই ঝুঁকছেন আরও পড়াশোনার লক্ষ্যে।

ঝোঁকের সঙ্গেই বাড়ছে এডুকেশন লোন নেওয়ার চাহিদা।

উচ্চশিক্ষার জন্য ভাবছেন এডুকেশন লোনের কথা ? কী কী বিষয় দেখে নেবেন ?

সংস্থাভেদে শুধু বিদেশে পড়ার বা দেশ ও বিদেশে উচ্চশিক্ষার জন্য লোন মেলে।

অনেক ক্ষেত্রে শুধু পড়ুয়াই নয়, কোনও অভিভাবককেও একসঙ্গে আবেদন করতে হয়।

এডুকেশন লোনের ক্ষেত্রে পড়ুয়াদেরই ইন্টারেস্ট ও লোন কার্যকর করার জন্য প্রসেসিং ফি দিতে হয়।

কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন, পড়ুয়ার অ্যাকাডেমিক ট্র্যাক রেকর্ড ও ক্রেডিট স্কোরের ওপর একাধিক হিসেব করে স্থির করা হয়ে থাকে ইন্টারেস্ট রেট।

ঋণের ধরন ও কারা তা দিচ্ছে তার ওপর নির্ভর করে ঋণশোধের প্রক্রিয়া।

ঋণ ও ইন্টারেস্ট রেট যোগ হয়ে লোনের স্থগিত থাকার পর্বের (মরাটোরিয়াম) পর থেকে শুরু হয় ইএমআই

সরকারের বিভিন্ন প্রকল্পের অধীনে ঋণ পেলে সেক্ষেত্রে ইন্টারেস্ট রেট কমে যায়।

ইনকাম ট্যাক্সের ৮০ ই ধারার অধীনে এডুকেশন লোনের ক্ষেত্রে দিতে হয় কম ইন্টারেস্ট রেট।

লোন নেওয়ার ক্ষেত্রে সবদিক খতিয়ে দেখে আপনার সুবিধা হয় যে স্কিমে, তেমনটাই নেওয়া উচিত।