২০২৩-২৪ অর্থবছরের বাজেটে এই বিশেষ সঞ্চয় প্রকল্প চালু করেছিলেন অর্থমন্ত্রী। সম্প্রতি সেই মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিমে বিনিয়োগ করতে পারছেন মহিলারা।

অল্প সময়ে অনেক মহিলা এই প্রকল্পে যোগ দিয়েছেন। মাত্র ২ মাসে ৫ লক্ষ অ্যাকাউন্ট খোলা হয়েছে এই স্কিমে।


মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র হল একটি সরকারি স্বল্প সঞ্চয় প্রকল্প, যা বিশেষত মহিলাদের জন্য করা হয়েছে।


এই স্কিম ১ এপ্রিল ২০২৩ থেকে ৩১মার্চ ২০২৫ পর্যন্ত খোলা যাবে৷ এই স্কিমটি শুধুমাত্র দুই বছরের জন্য৷

দুই বছরের মেয়াদি স্কিমটি ৭.৫ শতাংশ নির্দিষ্ট সুদ দিয়ে থাকে৷ সুদ ত্রৈমাসিক চক্রবৃদ্ধি হারে পাওয়া যায়।

এই স্কিমে আংশিক প্রত্যাহারের সুবিধা রয়েছে। এখানে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ হল ১,০০০ টাকা। সর্বোচ্চ সীমা ২ লাখ টাকা।

আয়কর আইনের ধারা 80C এর অধীনে মহিলা সম্মান সঞ্চয় শংসাপত্র কর ছাড়ের যোগ্য নয়।

আপনার স্থানীয় পোস্ট অফিসে বা ব্যাঙ্কের শাখায় গিয়ে মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট যোজনা ফর্মটি পাবেন

Thanks for Reading. UP NEXT

এই ৫ স্টকে আজ সেরা গতি, পিছিয়ে পড়ল এই শেয়ারগুলি

View next story