বিদেশে পড়াশোনার ইচ্ছে থাকলেও,
টাকা-পয়সায় কুলিয়ে ওঠে না


কিন্তু কিছু দেশে পড়াশোনার খরচ
আয়ত্তের মধ্যে রয়েছে এখনও


পড়াশোনার আদর্শ দেশ
হতে পারে জার্মানি


টিউশন ফি নেই সেখানকার
কোনও ইউনিভার্সিটিতে


বিদেশি পড়ুয়াদের থেকে
টিউশন ফি নেয় না নরওয়ে


পাশাপাশি পড়াশোনার
মান অত্যন্ত উন্নত


টিউশন ফি কম, সাধ্যের মধ্যে
থাকা-খাওয়ার খরচও


উচ্চশিক্ষার জন্য বেছে
নিতে পারেন মেক্সিকোকেও


ইউরোপে থাকার সুযোগ,
তাও আবার সাধ্যের মধ্যে খরচে


পড়াশোনার গুণমানও
ভাল পোল্যান্ডে


কনকনে ঠান্ডা নয়,
খরচও আয়ত্তের মধ্যে


পর্তুগালও উচ্চশিক্ষার
ঠিকানা হতে পারে
অবশ্যই সবদিক খতিয়ে দেখে নিন