ঘুম ভাঙলেই রাতের স্বপ্ন ভুলে যায় কেন মানুষ ?
abp live

ঘুম ভাঙলেই রাতের স্বপ্ন ভুলে যায় কেন মানুষ ?

Published by: ABP Ananda
Image Source: Freepik
স্বপ্নের দুনিয়া আদপেই রহস্যময়। এই স্বপ্নকে নানাজন নানাভাবে ব্যাখ্যা করেছেন।
ABP Ananda

স্বপ্নের দুনিয়া আদপেই রহস্যময়। এই স্বপ্নকে নানাজন নানাভাবে ব্যাখ্যা করেছেন।



অনেক সময় আমরা এমন কিছু স্বপ্ন দেখি যার কোনও প্রাসঙ্গিকতা নেই।
ABP Ananda

অনেক সময় আমরা এমন কিছু স্বপ্ন দেখি যার কোনও প্রাসঙ্গিকতা নেই।



স্বপ্নের মাঝে আমাদের মন এমন কিছু অবাস্তব বিশ্বাস করে ফেলে।
ABP Ananda

স্বপ্নের মাঝে আমাদের মন এমন কিছু অবাস্তব বিশ্বাস করে ফেলে।



ABP Ananda

এমনও অনেক কিছু স্বপ্নে আসে যার সঙ্গে জীবনের কিছু না কিছু জড়িয়ে।



ABP Ananda

তবে রাতে দেখা স্বপ্ন অনেক ক্ষেত্রেই সকালে উঠে আমাদের আর মনেই থাকে না।



ABP Ananda

ঘুমের মধ্যে যখন আমাদের র‍্যাপিড আই মুভমেন্ট চলে তখন আমরা স্বপ্ন দেখি।



ABP Ananda

তবে এই স্বপ্নের স্মৃতি মস্তিষ্কের এমন অংশে সঞ্চিত থাকে যা ক্ষণস্থায়ী।



ABP Ananda

তাই আমরা যখন জেগে উঠি আমাদের আর সেগুলি মনে থাকে না।



আমরা যখন কাজে ব্যস্ত থাকি, তখন আমাদের মস্তিষ্কে অস্থায়ী স্মৃতি ধীরে ধীরে মুছে যায়।