৯৬ বছর ধরে কোনও শিশু জন্মায়নি এখানে, নাম জানেন এই দেশের ?

Published by: ABP Ananda
Image Source: Pixabay

ভারত ক্রমেই পৃথিবীর সবথেকে বেশি জনসংখ্যার দেশ হয়ে উঠছে।



আর এদিকে পৃথিবীতে এমন দেশও আছে যেখানে গত ৯৬ বছরে কোনও শিশুর জন্ম হয়নি।



এমনকী এখানে কোনও হাসপাতালও নেই।



দেশের জনসংখ্যা হাত গুণে ৮০০-৯০০ জন, বেশিরভাগই ধর্মগুরু এবং ধর্মযাজক।



এই দেশের নাম ভ্যাটিকান সিটি, রোমের রাজধানী ইতালির সীমানা ঘেরা এই দেশ।



এখানে গর্ভবতী মহিলারা চলে যান রোমের হাসপাতালে, সেখানেই জন্ম হয় শিশুর।



ভ্যাটিকান সিটিতে কোনও ডেলিভারি রুম না থাকায় এখানে কোনো শিশুর জন্ম হয় না।



একইভাবে ব্রিটেনের আরেকটি দ্বীপরাষ্ট্র পিটকাইর্ন দ্বীপেও কোনও শিশুর জন্ম হয়নি।