বর্ষার মরসুম মানেই বাতাসে আর্দ্রতার পোয়াবারো। এমন সময়ে চুলের দিকে বিশেষভাবে নজর দেওয়া জরুরি। বৃষ্টির সময়ে কী ভাবে যত্ন নেবেন 'স্ক্যাল্প'-র? শ্যাম্পু জরুরি. তবে 'স্ক্যাল্প'-র সঙ্গে যুদ্ধ করবেন না। 'ম্যাসাজ'-র মতো করে শ্যাম্পু করুন যাতে সেখানে রক্ত চলাচল বাড়ে। 'স্ক্যাল্প' শুষ্ক হলে কম শ্যাম্পু করা ভালো। এতে স্বাভাবিক তেল বেরোনোর প্রক্রিয়ায় ভারসাম্য ফেরানো যায়। বেশি করে অ্যান্টি-অক্সিডেন্ট খেতে হবে। খাবারে অ্যান্টি-অক্সিডেন্ট কমে গেলে 'অক্সিডেটিভ স্ট্রেস' বাড়তে পারে। চুলের পক্ষে কম ক্ষতিকর 'প্রোডাক্ট' ব্য়বহার করুন। সালফেট, অ্যালকোহন বা সুগন্ধি দেওয়া কেশ প্রসাধনী ব্যবহার না করাই ভালো।