'এক ভিলেন রিটার্নস'-এর শ্যুটিং শেষে কালো পোশাকে দিশা পাটনি।

কালো পোশাকে জুহুর পার্টিকে নজর কাড়লেন দিশা

কেবল দিশা নয়, প্রায় সব কলাকুশলীই পরেছিলেন কালো পোশাক

এদিন জুহুর পার্টিতে হাজির ছিলেন অর্জুন কপূরও।

সবার সঙ্গে মিলিয়ে অর্জুনও পরেছিলেন কালো টি-শার্ট

এদিন পার্টিতে হাজির ছিলেন প্রযোজক একতা কপূরও।

'এক ভিলেন রিটার্নস' নিয়ে আশাবাদী একতা।

'এক ভিলেন' ছবির সিক্যুয়াল 'এক ভিলেন রিটার্নস'

এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম, তারা সুতারিয়া এবং অর্জুন কপূর।

করোনার কারণে পিছিয়ে গিয়েছিল এই ছবির শ্যুটিং