জন্মদিনে জেনে নেওয়া যাক কোন কোন ছবির জন্য ইমরান হাসমিকে মনে রাখবে দর্শক

বিক্রম ভট্টের 'ফুটপাথ' ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান হাসমির

ইমরান হাসমির কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'মার্ডার', এই ছবিতে মূলত খলনায়কের ভূমিকায় দেখা যায় তাঁকে

২০০৫ সালে মুক্তি পায় 'আশিক বানায়া আপনে', ছবিতে তনুশ্রী দত্তের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে বিস্তর চর্চা হয়

'গ্যাংস্টার' ছবিতে অভিনয় করে নেগেটিভ চরিত্র বিভাগে ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনীত হন

'জন্নত' ছবিটি দর্শকের যেমন পছন্দ হয়, তেমনই বক্স অফিসেও উল্লেখযোগ্য ব্যবসা করে

'ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বই' ছবিতে অজয় দেবগনের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করেন ইমরান

ইমরান হাসমির কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি 'সাংঘাই'

'আজহার' ছবিতে অভিনয় করে দর্শকের তো অবশ্যই, বিভিন্ন মহল থেকেও প্রশংসা পান

সাম্প্রতিককালে অমিতাভ বচ্চনের সঙ্গে 'চেহরে' ছবিতে অভিনয় করে নজর কাড়েন