জন্মদিনে সিদ্ধি বিনায়ক মন্দিরে হাজির হলেন পরিচালক-প্রযোজক একতা কপূর। মন্দিরেই কেক কাটলেন একতা, সঙ্গে ছিলেন অনুরাগীরাও। মাথায় পাগড়ি, গলায় উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয় একতাকে। সম্মান ও শুভেচ্ছা জানাতে একতার হাতে তুলে দেওয়া হয় ফুল। তারকাখচিত পার্টি নয়, রীতিমতো ছিমছাম জন্মদিন পালন করলেন বলিউডের অন্যতম জনপ্রিয় পরিচালক প্রযোজক। এদিন সাদা নীল কুর্তি আর কমলা পালাজোয় সাদামাটা সাজে দেখা গেল একতাকে। সোশ্যাল মিডিয়ায় সকাল থেকেই প্রিয় একতাকে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেতা অভিনেত্রীরা। পাপারাৎজিদের দিকে হাসিমুখে পোজও দেন একতা। সদ্য কর্ণ জোহরের জন্মদিনের পার্টির পরে একতা জন্মদিন পালন করলেন নেহাত অনাড়ম্বরভাবেই।