আসন্ন টি-টোয়েন্টি সিরিজে কুলদীপ ও চাহালকে একসঙ্গে দেখা যাবে আগামী ৯ তারিখ প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি খেলতে নামবে ভারত প্রথম টি-টােয়েন্টি ম্য়াচেই এক নতুন রেকর্ডের সামনে দাঁড়িয়ে চাহাল টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের জার্সিতে সর্বাধিক উইকেটের মালিক হতে পারেন চাহাল এই মুহূর্তে টি-টোয়েন্টিতে অশ্বিন ভারতের সর্বাধিক উইকেট শিকারি অশ্বিন এই সিরিজে নেই, তাই তাঁকে টপকে যাওয়ার সুযোগ চাহালের সামনে আর ২ উইকেট পেলেই টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক হবেন চাহাল বিশ্ব ক্রিকেটে টি-টোয়েন্টিতে সর্বাধিক উইকেটের মালিক ব্র্যাভো (৫৮২ উইকেট) চাহাল বিশ্বের এই তালিকায় ১৮ নম্বরে রয়েছেন, ঝুলিতে ২৭৪ উইকেট গত আইপিএলে পার্পল ক্যাপজয়ী চাহাল ১৭ ম্যাচে ২৭ উইকেট নিয়েছেন