মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন, সঞ্চয়ের প্রশ্নেই গোঁত্তা খেতে হয় কোন খাতে বিনিয়োগ, কত টাকা সুদ, সাতপাঁচ ভেবেই ঘুম উড়ে যায় পোস্ট অফিসই কি সবচেয়ে নিরাপদ! সায় দিচ্ছেন বিশেষজ্ঞরা কোন খাতে টাকা রাখবেন, সুদের হার কত এ সব জেনে নিন বিশদে ন্যাশনাল পেনশন যোজনা, অবসরে মোটা টাকা, আয়কর ছাড় সুকন্যা সমৃদ্ধি যোজনা, ৭.৬ শতাংশ হারে সুদ মিলবে পাবলিক প্রভিডেন্ট স্কিম, ৭.১ শতাংশ হারে রিটার্ন পাবেন কিসান বিকাশ পত্র, ৬.৯ শতাংশ হারে রিটার্ন ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ৬.৮ শতাংশ হারে রিটার্ন ৫ বছরের জন্য বিনিয়োগ, আয়করেও ছাড় পাবেন