একের পর এক বড় প্রোজেক্টে কাজ করে চলেছেন তিনি, ফের আরেক বড় প্রোজেক্টের মুখ কৃতি শ্যানন!



শোনা যাচ্ছে 'ডন ৩' তে রণবীর সিংহের বিপরীতে দেখা যেতে চলেছে কৃতি শ্যাননকে।



এই চরিত্রে আগে অভিনয় করার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু অন্তঃসত্ত্বা হওয়ার কারণে কিয়ারা এই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন।



আর কিয়ারা যে চরিত্রে ছেড়ে গিয়েছেন, সেই চরিত্রেই দেখা যেতে চলেছে কৃতি শ্যাননকে।



যদিও এই খবরে এখনও সিলমোহর পড়েনি, তবে শোনা যাচ্ছে ফারহান আখতারের সঙ্গে নাকি ইতিমধ্যেই কথা হয়ে গিয়েছে নায়িকার।



এই খবর সত্যি হলে, এই প্রথম রণবীরের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে কৃতি শ্যাননকে।



প্রসঙ্গত, এর আগেও একবার খবর শোনা গিয়েছিল যে কিয়ারা নন, 'ডন ৩'-তে দেখা যাবে কৃতি শ্যাননকে।



২০২৩ সালে এই খবর ছড়িয়ে পড়লেও, পরে কিয়ারার নামেই সিলমোহর পড়েছিল।



তবে কিয়ারা যেহেতু এই প্রোজেক্টে থাকছেন না, সেই কারণেই এই চরিত্রে দেখা যেতে পারে কৃতি শ্যাননকে।