বিয়ের আগেই অন্তঃসত্ত্বা আমিশা প্যাটেল? সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি দেখে এই গুঞ্জন উঠেছে



সদ্য সোশ্যাল মিডিয়ায় সবুজ মনোকিনি পরে একটি ছবি আপলোড করেছিলেন আমিশা। সেখান থেকেই শুরু জল্পনা



ছবিতে নায়িকার পেট দেখে নেটিজেনদের একাংশ প্রশ্ন করেছেন, আমিশা প্যাটেল কি বিয়ের আগেই গর্ভবতী?



এই পোশাকেই একটি ম্যাঙ্গো আইসক্রিম খেতে খেতে ছবি আপলোড করেছেন আমিশা।



সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মন্তব্যে ভরে ওঠে নায়িকার প্রোফাইল। সকলের মুখেই এক প্রশ্ন, তিনি কি মা হচ্ছেন?



বর্তমানে ৪৯ বছর বয়স আমিশার, তিনি বিয়ে করেননি, কোনও সম্পর্কে রয়েছেন বলেও শোনা যায় না।



দীর্ঘদিন পরে বড়পর্দায় ফিরে 'গদর ২'-এর মতো হিট ছবিতে অভিনয় করে ফের চর্চায় আমিশা পটেল।



বলিউডে আমিশার কেরিয়ার শুরু হয়েছিল একেবারে স্বপ্নের মতোই



প্রথম ছবি 'কহো না.. পেয়্যার হ্যায়' -তে তিনি জুটি বেঁধেছিলেন ঋত্বিক রোশনের সঙ্গে



সেই ছবি বক্সঅফিসে চূড়ান্ত সাফল্য পায়। এরপরেই আমিশাকে কাস্ট করা হয়েছিল গদর ছবিতে।