ABP Ananda


বলিউডের অন্যতম সফল অভিনেতা তিনি। তবে সাফল্যের পথটা কুসুমাস্তীর্ণ ছিল না অক্ষয়কুমারের।


ABP Ananda


অক্ষয়ের বাবা ছিলেন একজন আর্মি অফিসার। ছোট থেকেই মার্শাল আর্ট ভালবাসতেন অক্ষয় কুমার।


ABP Ananda


দিল্লির চাঁদনি চকে বড় হয়ে উঠেছেন অক্ষয় কুমার। পড়াশোনার জন্য় তিনি ভর্তি হয়েছিলেন সেখানকার কলেজেই।


ABP Ananda


তবে মার্শাল আর্ট শিখতে কলেজ ছেড়ে ব্যাঙ্ককে পাড়ি দেন অক্ষয় কুমার


ABP Ananda


ব্যাঙ্ককে জীবন ধারণের জন্য অনেক অদ্ভুত অদ্ভুত চাকরি করেছেন অক্ষয় কুমার।


ABP Ananda


হোটেলে শেফ হিসেবেও একটা সময় কাজ করেছেন অক্ষয় কুমার।


ABP Ananda


একটা সময় হোটেলে ওয়েটারের কাজও করেছেন অক্ষয় কুমার।


ABP Ananda


একটা সময়ে জিলিপি পর্যন্ত বিক্রি করে পয়সা উপার্জন করেছেন অক্ষয় কুমার।


ABP Ananda


দিল্লি থেকে কুন্দনের গয়না কিনে একটা সময়ে মুম্বইতে তা বিক্রি করতেন অক্ষয় কুমার।



প্রায় ৩-৪ বছর ধরে নাকি এই ব্যবসা করেছিলেন অক্ষয় কুমার।