ABP Ananda


চলতি বছরের পুজোয় আসতে চলেছে নতুন ছবি 'বানসারা'।


ABP Ananda


আজ প্রকাশ্যে এল এই ছবির লুক। একেবারে অচেনা লুকে দেখা গেল বনি সেনগুপ্তকে।


ABP Ananda


অন্যদিকে নেতিবাচক চরিত্রে একেবারে অন্যরকম নজরকাড়া লুকে অপরাজিতা আঢ্য


ABP Ananda


হাতে ত্রিশূল, অপরাজিতার এই লুক দেখে চমকে উঠতেই হবে।


ABP Ananda


অন্যদিকে বনিকেও দেখা গিয়েছে একেবারে ছক ভাঙা লুকে। তিনিই ছবির নায়ক।


ABP Ananda


পুরুলিয়ার বহু জায়গার শ্যুটিং সেট তৈরি করে চলছে বানসারা-র শ্যুটিং।


ABP Ananda


ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি


ABP Ananda


মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজির ছোঁয়া রয়েছে এই গল্পে।


ABP Ananda


অপরাজিতা আঢ্যকে দেখা যাবে বড় মা-র চরিত্রে