চলতি বছরের পুজোয় আসতে চলেছে নতুন ছবি 'বানসারা'।



আজ প্রকাশ্যে এল এই ছবির লুক। একেবারে অচেনা লুকে দেখা গেল বনি সেনগুপ্তকে।



অন্যদিকে নেতিবাচক চরিত্রে একেবারে অন্যরকম নজরকাড়া লুকে অপরাজিতা আঢ্য



হাতে ত্রিশূল, অপরাজিতার এই লুক দেখে চমকে উঠতেই হবে।



অন্যদিকে বনিকেও দেখা গিয়েছে একেবারে ছক ভাঙা লুকে। তিনিই ছবির নায়ক।



পুরুলিয়ার বহু জায়গার শ্যুটিং সেট তৈরি করে চলছে বানসারা-র শ্যুটিং।



ঘন জঙ্গলের মাথায় তৈরি হয়েছে চল্লিশ ফুট দেবীর মূর্তি



মাফিয়া আর পুলিশের লড়াইয়ের মধ্যে মাইথোলজির ছোঁয়া রয়েছে এই গল্পে।



অপরাজিতা আঢ্যকে দেখা যাবে বড় মা-র চরিত্রে