সাত পাকে বাঁধা পড়লেন শ্বেতা ভট্টাচার্য্য ও রুবেল দাস। দীর্ঘ প্রেম পরিণতি পেল বিবাহে।



কী কী ছিল দুই তারকার বিয়ের মেনুতে? এক ঝলকে দেখে নেওয়া যাক



প্রথমেই ছিল, ফিস রোল, গ্রীন চাটনি ও সালার্ড। এরপরে মশালা কুলচা ও চিকেন ভর্তা।



এরপরেই পাতে ছিল, দেরাদুন রাইস ও মোগলাই ডাল। সঙ্গে বাটার বেগুনী।



এরপরে পাতে ছিল ভেটকী পাতুরী ও কাশ্মিরী পোলাও।



এরপরেই ছিল কাশ্মিরী পোলাও আর সঙ্গে ছিল মাটন লাহোরী।



এরপরেই মিষ্টিমুখের শুরুয়াত চাটনি ও পাঁপড় সহযোগে।



এরপরে পাতে ছিল ভাজা রসগোল্লা আর মালাই চমচম।



এরপরে শেষপাতে ছিল কালাকাঁদ ও আইসক্রিম। এতেই ভুরিভোজ সমস্ত অতিথি অভ্যাগতদের।



শ্বেতার বিয়েতে হাজির ছিল টলিপাড়ার অনেক চেনা মুখ। এসেছিলেন পরিচালক, অভিনেতা অভিনেত্রীরাও।



মহাসমারোহে সারা শ্বেতা রুবেলের বিয়ে। এবার নতুন জীবন শুরু যুগলের