আবার কি মা হতে চলেছেন আলিয়া ভট্ট? কান-এর লাল গালিচায় তাঁর লুক প্রকাশ্যে আসতেই বেড়েছে জল্পনা।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবের মঞ্চে অভিষেক হয়েছে আলিয়া ভট্টের। ৩দিন ৩টি ভিন্ন পোশাকে দেখা গিয়েছে তাঁকে।
প্রথমদিন আলিয়া একটি ফুলেল গাউন পরে রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন। সেখান থেকেই শুরু জল্পনা।
আলিয়াকে ফুলেল গাউনে দেখে অনেকেই মনে করেছেন, তিনি ফের অন্তঃসত্ত্বা।
সোশ্যাল মিডিয়ায় আলিয়ার বিভিন্ন ছবি শেয়ার করে অনুরাগীরা দাবি করেছেন, তাঁর বেবি বাম্প সুস্পষ্ট।
দ্বিতীয়দিনে আলিয়া একটি কালো অফ শোলডার গাউন পরেছিলেন। সেখানেও তাঁর বেবি বাম্প বোঝা গিয়েছে বলে দাবি অনুরাগীদের।
আলিয়ার দ্বিতীয় সন্তানের গুঞ্জন প্রকাশ্যে আসে তাঁরই দেওয়া একটি সাক্ষাৎকার থেকে।
এক সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, কন্যা রাহা হওয়ার আগে, তিনি ঠিক করে রেখেছিলেন একটি পুত্রসন্তানের নাম ও।
সেই সাক্ষাৎকারে আলিয়া বলেছিলেন, তাঁর ও রণবীরের আরও একটি সন্তান চাই।
আলিয়া জানিয়েছিলেন, দ্বিতীয় সন্তান যদি পুত্র হয়, তাহলে তাঁর নাম আগে থেকেই ঠিক করা রয়েছে
তবে আলিয়া সত্যিই অন্তঃসত্ত্বা কি না, এই বিষয়ে মুখ খোলেননি নায়িকা বা তাঁর পরিবার কেউই।