প্রয়াত বলিউডের অভিনেতা মুকুল দেব। বয়স হয়েছিল মাত্র ৫৪ বছর। ভিলেনের চরিত্রেই জনপ্রিয় ছিলেন মুকুল।



বলিউড অভিনেতা রাহুল দেবের ভাই মুকুল। তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন, বিটাউনের আরেক অভিনেতা বিন্দু দারা সিং।



শোনা যাচ্ছে, বিগত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন মুকুল। ভর্তি ছিলেন আইসিইউতে।



বলিউডে মূলত ভিলেনের চরিত্রেই অভিনয় করতে দেখা গিয়েছে মুকুল দেবকে।



সিনেমার দৌলতে জনপ্রিয় হলেও অভিনয়ে মুকুলের ডেবিউ টেলিভিশনের সিরিয়ালের হাত ধরে। ১৯৯৬ সালের সিরিয়াল 'মুমকিন'।



ওই একই বছরে (১৯৯৬) 'দস্তক' ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয় মুকুল দেবের। নায়িকা ছিলেন সুস্মিতা সেন।



বাংলা ছবিতেও কাজ করেছেন মুকুল দেব। তাঁর ডেবিউ হয়েছিল জিৎ-এর ছবি 'আওয়ারা'- তে।



জিৎ- এর সঙ্গে আরও একটি ছবি, 'সুলতান'- এও কাজ করেছেন মুকুল দেব।



'সন অফ সর্দার', 'ইয়মলা পাগলা দিওয়ানা', 'আর রাজকুমার', 'জয় হো'- র মত ছবিতে অভিনয় করেছেন মুকুল।



শুধু অভিনেতা হিসেবেই দক্ষ ছিলেন না মুকুল। তাঁর কাছে ছিল এরোনটিক্সের ডিগ্রিও।