সন্দীপ রেড্ডি বঙ্গা-র 'স্পিরিট' ছবিতে কাজ করার কথা ছিল অভিনেত্রী দিপীকা পাড়ুকোনের।

Published by: ABP Ananda

প্রভাসের বিপরীতে দেখা যাওয়ার কথা ছিল দিপীকাকে, তবে সেটা আর হচ্ছে না!

Image Source: Instagram/Manav Manglani

কী কারণে 'অ্যানিম্যাল' খ্যাত পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ হারালেন দিপীকা পাড়ুকোন?

Image Source: Instagram/Manav Manglani

ছবি হাতছাড়া হওয়ার বিষয়ে দীপিকা মুখ না খুললেও, একাধিক বিস্ফোরক অভিযোগ করেছেন ছবির পরিচালক সন্দীপ রেড্ডি বঙ্গা

Image Source: Instagram/Manav Manglani

সন্দীপ রেড্ডি বঙ্গা-র অভিযোগ, দিপীকা নাকি 'অপেশাদার'-এর মতো দাবি করেছিলেন এই ছবি ঘিরে।

Image Source: Instagram/Manav Manglani

সন্দীপ রেড্ডি বঙ্গা জানিয়েছেন, দিপীকা দিনে ৬ ঘণ্টার বেশি শ্যুটিং করবেন না বলে জানিয়ে দিয়েছিলেন

Image Source: Instagram/Manav Manglani

সন্দীপ রেড্ডি বঙ্গা জানিয়েছেন, দিপীকার দাবি ছিল ছবির কাজ ১০০ দিনের বেশি গড়ালে তাঁকে প্রতিদিন বাড়তি টাকা দিতে হবে

Image Source: Instagram/Manav Manglani

এখানেই শেষ নয়, সন্দীপ রেড্ডি বঙ্গা বলেছেন দিপীকা নাকি এই ছবির জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক দাবি করেছিলেন।

Image Source: Instagram/Manav Manglani

অর্থাৎ সন্দীপ রেড্ডি বঙ্গার সঙ্গে কাজ ও অর্থ সংক্রান্ত মতবিরোধ হওয়াতেই এই ছবি ছেড়েছেন দিপীকা

Image Source: Instagram/Manav Manglani

এও শোনা যাচ্ছে, দিপীকা নাকি পারিশ্রমিকের পাশাপাশি, এই ছবির লাভের অংশীদারিত্ব ও চেয়েছিলেন।

Image Source: Instagram/Manav Manglani