আলিয়া ভট্ট ভীষণ ফিটনেস ফ্রিক, মেনে চলেন কড়া ডায়েট। যে কোনও পরিস্থিতিতেই তিনি বাদ দেন না জিম।

তবে জানেন কি? এ হেন ফিটনেস ফ্রিক আলিয়ার পছন্দের খাবারগুলোয় রয়েছে গাদা গাদা ক্যালোরি!

আলিয়া জলখাবারে ভালবাসেন পোহা আর ছাঁস। তবে ডায়েট মেনে তা খাওয়া হয়ে ওঠেই না।

ফ্রেঞ্চ ফ্রাই! আজ্ঞে হ্যাঁ.. আলিয়া এক্কেবারে ডিপ ফ্রায়েড এই খাবারটা ভীষণ ভালবাসেন। তবে খান আলে-কালে।

আলিয়ার আরামদায়ক খাবার হল ডাল-ভাত। সঙ্গে আলিয়া ভালবাসেন টম্যাটোর তরকারি আর ভেন্ডি।

আলিয়া ভীষণ ভালবাসেন দই-তরকা। টক দই নাকি কখনোই তরকা ছাড়া খেতেই পারেন না তিনি।

আলিয়ার ভীষণ পছন্দের খাবার স্প্যাগেটি। ময়দার এই খাবার খেতে কিন্তু ভীষণ ভালবাসেন আলিয়া।

আলিয়া কিন্তু ভীষণ ভালবাসেন মিষ্টি, বিশেষ করে কেক।

লন্ডনের বিশেষ একটি ক্যাফের মিল্ককেক ভীষণ পছন্দ করেন আলিয়া ভট্ট

আলিয়ার জন্মদিনে লন্ডন থেকে নাকি সেই কেকই উড়িয়ে এনেছিলেন রণবীর কপূর