বগলা মামা যুগ যুগ জিও - ২০২৪-এর ছবি। ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় এতে অভিনয় করেছেন খরাজ মুখোপাধ্যায়, কৌশিক সেন, ঋদ্ধি সেন, রজতাভ দত্ত প্রমুখ। ধন্যি মেয়ে - ১৯৭১ সালে মুক্তি পায় জয়া ভাদুড়ি, উত্তম কুমার, সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি দেখে হাসি চাপতে পারেন এমন বাঙালি কমই আছেন। ঘরে অ্যান্ড বাইরে - ২০১৮ সালে মুক্তি পায় কোয়েল মল্লিক ও যীশু সেনগুপ্ত অভিনীত এই ছবি যার পরিচালনা করেছিলেন মৈনাক ভৌমিক। বাড়ি তার বাংলা - ২০১৪ সালে মুক্তি পায় শাশ্বত চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। রাইমা সেন ও সুমিত সমাদ্দারও এই ছবিতে কাজ করেছিলেন। হীরক রাজার দেশে - সত্যজিৎ রায়ের কালজয়ী ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায়, উৎপল দত্ত, রবি ঘোষ অভিনীত এই ছবি আজ বাঙালির মনে বিশেষ স্থান অধিকার করে থাকে। হইচই আনলিমিটেড - ২০১৮ সালে মুক্তি পায় অনিকেত চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবি। অভিনয়ে দেব, শাশ্বত চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায় সহ একাধিক অভিনেতা। বসন্ত বিলাপ - ১৯৭৩ সালে মুক্তিপ্রাপ্ত আরও এক কালজয়ী ছবি। সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন মুখ্য চরিত্রে, সেই সঙ্গে রবি ঘোষ, অনুপ ঘোষ ছিলেন। জিও পাগলা - ২০১৭ সালে মুক্তি পায় 'মাল্টি স্টারার' এই ছবি। রবি কিনাগি পরিচালিত এই ছবিতে যীশু, সোহম, হিরণ সহ একাধিক অভিনেতা কাজ করেন। হানিমুন - রঞ্জিৎ মল্লিক, সোহম চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবি মুক্তি পায় ২০১৮ সালে। পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী। কিশমিশ - ২০২২ সালের ছবি। রিয়েল লাইফ জুটি দেব ও রুক্মিণী মৈত্রের এই ছবির পরিচালনা করেন রাহুল মুখোপাধ্যায়।