ছোট থেকেই তাঁর ইচ্ছা ছিল অভিনেত্রী হবেন, আর তাই পড়াশোনার সঙ্গে সঙ্গেই অভিনয় শিক্ষা শুরু করেছিলেন তিনি। এরপরে কাজললতা ধারাবাহিকে মুখ্যচরিত্র হয়েই দর্শকদের সামনে আসেন তিনি, অন্বেষা হাজরা। তবে প্রথম ধারাবাহিকে ৩মাস কাজ করার পরেই, ধারাবাহিক থেকে সরিয়ে দেওয়া হয় অন্বেষাকে। মনখারাপ হলেও হার মানেননি তিনি। এর সাড়ে চার মাসের মাথায় দ্বিতীয় কাজ আসে অন্বেষার, বৃদ্ধাশ্রম এরপরে 'জয় কালী কলকাত্তাওয়ালি', 'ঠাকুমার ঝুলি'... ধীরে ধীরে ইন্ডাস্টিতে নিজের জায়গা তৈরি করতে শুরু করেন অন্বেষা 'চুনি-পান্না' ধারাবাহিকে কাজ করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছিলেন অন্বেষা। 'চিনি ২' -তে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অন্বেষা ধারাবাহিক 'এই পথ যদি না শেষ হয়'-তে ঊর্মির ভূমিকায় যেন নতুন করে নজর কেড়েছিলেন অন্বেষা এরপরে 'সন্ধ্যাতারা', অভিনয় প্রশংসিত হলেও, অন্বেষার এই ধারাবাহিকের দৈর্ঘ্য বেশ কমই ছিল বর্তমানে নতুন কাজের অপেক্ষায় রয়েছেন অন্বেষা