অনন্ত-রাধিকা মার্চেন্টের বিয়েতে চাঁদের হাট বিনোদন থেকে ব্যবসা, রাজনীতি থেকে ক্রীড়া, উপস্থিত সবক্ষেত্রের তারকারাই ব্রান্দা কুর্লা কমপ্লেক্সে আয়োজিত মেগা বিবাহবাসরে প্রাক্তন থেকে বর্তমান একগুচ্ছ তারকা ক্রিকেটারও হাজির হয়েছেন অনন্ত-রাধিকার বিয়েতে সপরিবারে হাজির জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ওতোপ্রতভাবে জড়িত লঙ্কান প্রাক্তনী মাহেলা জয়বর্ধনেকেও উপস্থিত থাকতে দেখা যায় একদিকে যেমন যুজবেন্দ্র চাহালরা জমকালো পোশাকে নজর কাড়েন সেখানে পিছিয়ে ছিলেন না কৃষ্ণমাচারি শ্রীকান্তও, সস্ত্রীকই অনুষ্ঠানে উপস্থিত হন তারকা প্রাক্তনী প্রাক্তন বিশ্বজয়ীর পাশাপাশি সদ্য বিশ্বকাপ জেতা সূর্যকুমারকেও অনুষ্ঠানে দেখা যায় বিবাহবিচ্ছেদের জল্পনার মাঝে একাই হাজির হয়েছিলেন মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ড্য তবে ধোনি, হার্দিকরা উপস্থিত থাকলেও মুম্বইয়ের থেকে বহুদূর উইম্বলডন দেখেই সময় কাটালেন রোহিত শর্মা