শীর্ষস্থানে রয়েছেন হবু মা দীপিকা পাড়ুকোন। সিনেমা পিছু তাঁর পারিশ্রমিক ১৫ কোটি থেকে শুরু করে ৩০ কোটি পর্যন্ত পৌঁছয়। দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউডের 'ক্যুইন'। নবনির্বাচিত সাংসদ কঙ্গনা রানাউত প্রত্যেক ছবির জন্য ১৫ থেকে ২৭ কোটি টাকা পান। তৃতীয় স্থানে রয়েছেন গ্লোবাল স্টার প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। ১৫ থেকে ২৫ কোটি পর্যন্ত সিনেমা পিছু পারিশ্রমিক নেন তিনি। এরপরের স্থানে রয়েছেন ক্যাটরিনা কাইফ। প্রত্যেক সিনেমা পিছু তিনিও ১৫ থেকে ২৫ কোটি টাকা নেন। পঞ্চম স্থানে 'গঙ্গুবাঈ' আলিয়া ভট্ট। সূত্র বলছে ছবি পিছু তাঁর পারিশ্রমিক ১০ থেকে ২০ কোটির মধ্যে ঘোরাফেরা করে। করিনা কপূর খান এই তালিকায় ষষ্ঠ স্থানে। ৮ থেকে ১৮ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন নবাব-পত্নী। 'স্ত্রী' অভিনেত্রী শ্রদ্ধা কপূর মোটামুটি ৭ থেকে ১৫ কোটি পর্যন্ত পারিশ্রমিক নেন ছবি পিছু, সূত্রের এমনই দাবি। বিদ্যা বালানের অভিনয়ে মুগ্ধ আট থেকে আশি। ছবি পিছু ৮ থেকে ১৪ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে তালিকায় অষ্টম স্থানে তিনি। সদ্য দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা শর্মা। ছবি পিছু তাঁর পারিশ্রমিক ৮ থেকে ১২ কোটি টাকা। প্রথম দশের তালিকায় শেষ স্থানে ঐশ্বর্যা রাই বচ্চন। ছবি পিছু তিনি ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন বলে খবর।