'RIP Cartoon Network' এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং। শুনে কষ্ট লাগছে নিশ্চয়ই? এই চ্যানেলের সঙ্গে যে গোটা ছেলেবেলা জড়িয়ে।
ABP Ananda

'RIP Cartoon Network' এই হ্যাশট্যাগ ট্রেন্ডিং। শুনে কষ্ট লাগছে নিশ্চয়ই? এই চ্যানেলের সঙ্গে যে গোটা ছেলেবেলা জড়িয়ে।



তবে চিন্তা করবেন না। চ্যানেল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করা হয়নি। কিন্তু অ্যানিমেশন পেশার সঙ্গে যুক্তরা শঙ্কিত।
ABP Ananda

তবে চিন্তা করবেন না। চ্যানেল বন্ধ হচ্ছে বলে ঘোষণা করা হয়নি। কিন্তু অ্যানিমেশন পেশার সঙ্গে যুক্তরা শঙ্কিত।



বেট্টি কোহেনের সৃষ্টি করা এই চ্যানেল ভারতে লঞ্চ হয় ১৯৯৫ সালের ১ মে। দ্রুত তা জনপ্রিয়তাও লাভ করে।
ABP Ananda

বেট্টি কোহেনের সৃষ্টি করা এই চ্যানেল ভারতে লঞ্চ হয় ১৯৯৫ সালের ১ মে। দ্রুত তা জনপ্রিয়তাও লাভ করে।



রহস্য হোক, বা কৌতুকে ভরা, বা নিখাদ হাসি মজায় ভরা একাধিক কার্টুন তৎক্ষণাৎ জনপ্রিয়তা লাভ করে ভারতীয় বাজারে।
ABP Ananda

রহস্য হোক, বা কৌতুকে ভরা, বা নিখাদ হাসি মজায় ভরা একাধিক কার্টুন তৎক্ষণাৎ জনপ্রিয়তা লাভ করে ভারতীয় বাজারে।



ABP Ananda

আজ তেমনই কিছু শোয়ের নাম দেখা যাক যা আবারও তাজা করে দিতে পারে আপনার ফেলে আসা ছেলেবেলার স্মৃতি।



ABP Ananda

'টম অ্যান্ড জেরি': মজার এই কার্টুনে দেখা যায় একই বাড়িতে থাকা বেড়াল ও ইঁদুরের চিরকালীন দ্বন্দ্ব। শের্ম কোহেন এই শোয়ের স্রষ্টা।



ABP Ananda

'পপাই দ্য সেলরম্যান': মুখে পাইপ, পালং শাক খেলেই ফুলে ওঠা পেশি, ছোটবেলার সেই নাবিকের মুখ কে না চেনে? বিনোদনে ভরা শো।



ABP Ananda

'দ্য বাগস বানি শো': এই সিরিজজুড়ে কেবল পশুদের নিয়েই নানা চরিত্র ছিল। খুদেদের পেটে খিল ধরাতে পারত এই শো।



ABP Ananda

'স্কুবি ডু, হয়্যার আর ইউ': চার টিনএজার ও কথা বলতে পারা গ্রেট ডেন কুকুর যার নাম স্কুবি ডু। ১৯৬০-এর জনপ্রিয় টিন-শো দ্বারা অনুপ্রাণিত ছিল এটি।



ABP Ananda

'পোকেমন': সাতোশি তাজিরি পরিচালিত এই শো মূলত জাপানি। একের পর এক রহস্যে ভরা শো। এর জনপ্রিয় চরিত্র পিকাচু।