'বিগ বস'ই ব্যাঙ্ক ব্য়ালেন্স বাড়িয়েছে সলমন খানের এবার OTT-তে 'বিগ বস'-এর সঞ্চালনা করতে চলেছেন অনিল কপূর কিন্তু দু'জনের পারিশ্রমিকে আকাশ-পাতাল ফারাক রয়েছে OTT-র জন্য এপিসোড পিছু ১২.৫ কোটি পারিশ্রমিক পান সেই নিরিখে অনিল পাচ্ছেন এপিসোড পিছু ২ কোটি টাকা অর্থাৎ এক সপ্তাহে ৪ কোটি টাকা পাবেন অনিল টিভিতে 'বিগ বস ১৭'-এর জন্য ৩৫০ কোটি নেন সলমন এর আগে কর্ণ জোহর ২-২.২৫ কোটি পেয়েছিলেন অভিনয়ে সলমনের চেয়ে অনেক অভিজ্ঞ অনিল রিয়্যালিটি শোয়ে এই প্রথম পদার্পণ অভিনেতার