বর্তমানে তাঁর বিচরণ রুপোলি পর্দায় হলেও, আবির চট্টোপাধ্যায়ের উত্থান কিন্তু ছোটপর্দা, ধারাবাহিক থেকে।



আর এই উত্থানের সফরে দেবাংশু সেনগুপ্তকেই নিজের মেন্টর হিসেবে এখনও মেনে চলেন আবির চট্টোপাধ্যায়।



সম্প্রতি এবিপি লাইভকে দেওয়া একটি সাক্ষাৎকারে আবির বলেছেন তাঁর কেরিয়ারের উত্থান, সফরের কথা।



আবির মনে করেন, বর্তমানে যা যা বিষয় নিয়ে কাজ হচ্ছে, বহু বছর আগেই সেসব নিয়ে কাজ লিখেছেন দেবাংশু সেনগুপ্ত



আবিরকে দেবাংশু সেনগুপ্ত স্ক্রিপ্ট পড়ে শোনাতে পছন্দ করতেন, তাতেই আবিরের অভিনয়ে সাহায্য হত অনেকটা।



দেবাংশু সেনগুপ্তের পড়া শুনে শুনেই অভিনয়ের ধরণ রপ্ত করতে আবির, এখনও তাঁর মনে পড়ে সেই কথা।



সোশ্যাল মিডিয়ায় তেমনভাবে সময় কাটানো পছন্দ করেন না টলিউডে হার্টথ্রব এই অভিনেতা।



আবিরের মতে, সোশ্যাল মিডিয়া কেবল ছবির প্রচারের জন্য। ব্যক্তিগত জীবনকে ব্যক্তিগত রাখতেই ভালবাসেন আবির।



সোশ্যাল মিডিয়ায় নিজের বা পরিবারের তেমন ছবি পোস্ট করেন না আবির, এটা তাঁর ব্যক্তিগত পছন্দ।



সদ্য মুক্তি পেয়েছে আবিরের নতুন ছবি 'আলাপ' বিপরীতে রয়েছেন মিমি চক্রবর্তী।


Thanks for Reading. UP NEXT

অভিমানে রাজনীতি ছাড়ছিলেন, ফিরে হেভিওয়েটকে হারালেন অভিনেত্রী

View next story