'গুণাহ্' মুক্তি পেয়েছে আজ ৩ জুন, ডিজনি প্লাস হটস্টারে। গশমীর মহাজনি, সুরভি জ্যোতি, জ্যায়ন ইবাদ খান প্রমুখ। আগেই প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে 'ময়দান'। এবার ওটিটিতে আসছে ছবি। ৫ জুন থেকে প্রাইম ভিডিওয় দেখা যাবে অজয় দেবগণের সিনেমা। অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটো মিঞাঁ' এবার নেটফ্লিক্সে। দেখা যাবে ৬ জুন থেকে। 'গুল্লক সিজন ৪' মুক্তি পেতে চলেছে ৭ জুন, সোনি লিভে। 'ব্রিজার্টন সিজন ৩'-র প্রথম পর্ব মুক্তি পেয়েছে গত মাসে। আগামী ১৩ জুন নেটফ্লিক্সে মুক্তি পাবে দ্বিতীয় পর্ব। 'কোটা ফ্যাক্টরি সিজন ৩' আসছে নেটফ্লিক্সে আগামী ২০ জুন। জিতেন্দ্র কুমার, এহসাস চন্নার সঙ্গে এবার তিলোত্তমা সোমকেও দেখা যাবে। ১৭ জুন থেকে জিও সিনেমা প্রিমিয়ামে দেখা যাবে 'হাউজ অফ ড্রাগন সিজন ২'। দেখা যাবে ইংরেজি, হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, বাংলা ও মরাঠি ভাষায়। 'বিগ বস ওটিটি সিজন ৩' আসতে চলেছে জিও সিনেমায়। যদিও নির্দিষ্ট তারিখ এখনও প্রকাশ্যে আসেনি। তবে এবার বদলাতে পারে সঞ্চালক। জুনৈদ খান, জয়দীপ আহলাওয়াট ও শর্বরী ওয়াঘ অভিনীত 'মহারাজ' নেটফ্লিক্সে আসছে আগামী ১৪ জুন। বিক্রান্ত মাসে, মৌনী রায় অভিনীত 'ব্ল্যাকআউট' জিও সিনেমায় দেখা যাবে আগামী ৭ জুন থেকে।