১২ অগাস্ট ২০২৩ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী অঙ্কিতা লোখাণ্ডের বাবা। বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন অভিনেত্রী। পোস্ট করলেন একগুচ্ছ ছবি। 'আজ এক কঠিন বার্ষিকী - যেদিন আমার প্রিয় বাবা আমাদের ছেড়ে চলে যান।' 'কিন্তু যে স্মৃতি ও ভালবাসা আমাদের মধ্যে ছিল তা এখনও টাটকা।' 'আমি বাবাকে খুব মিস করি, যে সময়টা আমরা একসঙ্গে কাটিয়েছি তার জন্য কৃতজ্ঞ।' 'শান্তিতে থেকো প্রিয় বাবা। তোমার উত্তরাধিকার আমার হৃদয়ে রয়েছে।' 'এবং চিন্তা করো না, আমি মা আর অর্পণের খেয়াল রাখছি।' 'আমি ওঁদের খেয়াল রাখার জন্য, পাশে থাকার জন্য, ভালবাসায় ভরানোর জন্য আছি।' 'ওঁরা আমার সঙ্গে সুরক্ষিত রয়েছেন, কথা দিচ্ছি বাবা। অনেক ভালবাসি।' এদিন তিনি বাবার সঙ্গে নানা বয়সের ছবি পোস্ট করেন। ছেলেবেলা থেকে বিয়ে, একাধিক মুহূর্ত রয়েছে।