আজ তাঁর জন্মদিন, জেনে নেওয়া যাক পরিচিত নায়িকাসত্ত্বার পিছনে সারা আলি খান সম্পর্কে অজানা কিছু তথ্য সারার রক্তে অভিনয়, তাঁর পরিবারের সবাই অভিনয়ের সঙ্গে যুক্ত। সারা আলি খান নিউ ইয়র্কের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছেন। সারার পড়াশোনার বিষয় ছিল ইতিহাস আর রাষ্ট্রবিজ্ঞান। সেই নিয়েই উচ্চশিক্ষা করেন তিনি। সারা আলি খানের একটি লুকনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেটি লুকিয়ে ব্যবহার করেন সারা। সারার প্রথম ছবি 'কেদারনাথ', এই ছবির জন্য অনেকটা ওজন কমিয়ে ফেলেছিলেন সারা আলি খান কড়া ডায়েটে থাকলেও, সারা ভীষণ ভালবাসেন পিৎজা খেতে। চিট ডায়েটে পিৎজাই খান তিনি। কেবল পিৎজা নয়, মিষ্টির মধ্যে মিল্ক কেক আর বেসন লাড্ডুও ভীষণ প্রিয় সারার। সারা চুড়ি পড়তে ভীষণ ভালবাসেন, তাঁর ব্যাঙ্গলের অনেক কালেকশন রয়েছে। আজ সারার জন্মদিন, এবিপি লাইভের তরফ থেকে তাঁকে শুভেচ্ছা।