কাজের চাপ বা যাতায়াতের সময়, অনেকেরই অনেক সময় প্রস্রাব চেপে রাখার অভ্যাস রয়েছে।

Published by: ABP Ananda
Image Source: pexels

তবে জানেন কি, দীর্ঘক্ষণ প্রস্রাব চেপে রাখলে হতে পারে শরীরের একাধিক ক্ষতি!

Image Source: pexels

আমরা যখন জল পান করি, তখন কিডনি সেটা পরিষ্কার করে শরীর থেকে সমস্ত ময়লা বের করে দেয়।

Image Source: pexels

তবে শরীরে প্রস্রাব চেপে রাখলে কেবল সাময়িক সমস্যা নয়, হতে পারে দীর্ঘমেয়াদি কিছু রোগ ও!

Image Source: pexels

যখন দীর্ঘক্ষণ কেউ প্রস্রাব না করে থাকেন, তখন যে ব্যাকটেরিয়া শরীর থেকে বেরিয়ে যাওয়া উচিত, সেগুলি শরীর থেকে বেরোতে পারে না।

Image Source: pexels

যদি বেশিক্ষণ প্রস্রাব আটকে রাখীর অভ্যাস থাকে, তাহলে ইউরিন ইনফেকশন বা UTI হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।

Image Source: pexels

দীর্ঘক্ষণ প্রস্রাব আটকে রাখলে কিডনিতে খনিজ পদার্থ জমা হতে শুরু করে। এই খনিজ পদার্থ কিডনিতে জমে পাথর তৈরি করতে পারে।

Image Source: pexels

দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার অভ্যাস কিডনির বিভিন্ন রকম ক্ষতি করতে পারে।

Image Source: pexels

এছাড়াও প্রস্রাব আটকে রাখলে ব্লাডারের পেশী দুর্বল হতে শুরু করে। এতে দীর্ঘকালীন সমস্যা দেখা যায়।

Image Source: pexels

দীর্ঘক্ষণ প্রস্রাব না করলে, প্রস্রাব বারবার লিক হতে পারে বা ঘন ঘন টয়লেটে যেতে হতে পারে।

Image Source: pexels