‘জিম’ ছাড়াই ২৬ কেজি ওজন ঝরিয়েছেন বনি কাপুর, কীভাবে জানেন ?

Published by: ABP Ananda
Image Source: Instagram

৬৯ বছর বয়সে এসে প্রযোজক বনি কাপুরের ‘স্লিম’ লুক দেখে অনেক অনুরাগীই চমকে গিয়েছেন।

Image Source: Instagram

এক ধাক্কায় ২৬ কেজি ওজন ঝরিয়েছেন তিনি, তাও আবার কোনও জিম অয়ার্ক আউট ছাড়াই।

Image Source: Instagram

একটা ভাল ডায়েটের উপর ভর করেই ফ্যাট টু ফিট জার্নিতে সফল হয়েছেন বনি কাপুর।

Image Source: Instagram

কী ছিল তাঁর ওয়েট লস জার্নির মূল মন্ত্র ?

Image Source: Instagram

বনি জানিয়েছেন যে তিনি রাতের খাবার অর্থাৎ ডিনার খেতেন না এবং খেলেও শুধু স্যুপ খেতেন।

Image Source: Instagram

আর তাঁর ব্রেকফাস্টে থাকত টাটকা ফল ও ফলের রস এবং জোয়ারের রুটি।

Image Source: Instagram

ময়দা বা আটা খাওয়া বাদ দিয়েছিলেন বনি কাপুর।

Image Source: Instagram

অনেকেই মনে করেন ৬০ বছরের পরে ওজন কমানো সম্ভব হয় না।

বনি কাপুর নিজে এই প্রচলিত ধারণাকে সম্পূর্ণ বদলে দিয়েছেন।

Image Source: Instagram