সময়ের সঙ্গে বয়স
তাঁরও বেড়েছে বইকি!


কিন্তু চেহারায় দেখে
বোঝাই যায় না


জিভের সংযমকেই
এর কৃতিত্ব দেন জন


তিনি কী কী খান না,
তা খোলসা করেছেন অভিনেতা


জনের প্রিয় মিষ্টি
হল কাজু বরফি


কিন্তু গত ২৫ বছর
কাজু বরফি ছোঁননি তিনি


সফ্টড্রিঙ্ক, কোল্ডড্রিঙ্ক
চেখেও দেখেন না জন


মিষ্টি থেকে একেবারে
দূরে থাকেন অভিনেতা


মদ্যপান একেবারেই
করেন না জন


জনের বাবা মদ্যপান করেন,
কিন্তু গন্ধ সহ্য হয় না তাঁর


বাটার, চিজ, দুধ,
ডেয়ারি পণ্যও মুখে দেন না


বহু বছর ধরেই
ডিম খাওয়া বন্ধ তাঁর
চিকিৎসকের সঙ্গে কথা বলে তবেই অনুসরণ করুন