বলিউডে যেমন পেশাদারিত্ব রয়েছে, তেমনই পেশাদারিত্বের খামতি ও কিছু কম নেই! আর প্রশ্ন যদি হয় নায়িকাকে চুম্বনের, তাহলে তো রয়েছে বিপত্তির একাধিক নজির!
এই তালিকায় যেমন রয়েছেন রণবীর কপূর, তেমনই রয়েছেন বিনোদ খান্না। একনজরে দেখে নেওয়া যাক, তালিকায় কে কে রয়েছেন?
'জেন্টলম্যান' ছবিতে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার সময় নিজেদের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন সিদ্ধার্থ মালহোত্র ও জ্যাকলিন ফার্নান্ডেজ
'ফিল্ম ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি' ছবিতে রণবীর কপূর ও ইভলিন শর্মার চুম্বন দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দুতে ছিল।
শোনা যায়, পরিচালক 'কাট' বলার পরেও রণবীর ও ইভলিন একে অপরকে চুম্বন করতেই থাকেন।
'ফ্লাইং জাঠ' সিনেমায় টাইগার শ্রফ এবং জ্যাকলিন ফার্নান্ডেজের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও চূড়ান্ত আলোচনা হয়েছিল।
'ফিল্ম আই ডোন্ট লাভ ইউ'-র শ্যুটিংয়ের সময় রুসলান মুমতাজ আর চেতনা চুম্বন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছিলেন
'দয়াবান' ছবিতে বিনোদ খান্না মাধুরী দীক্ষিতকে চুম্বন করার সময় নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
একবার দিলীপ তাহিল শুটিংয়ের সময় জয়া প্রদাকে চুম্বন করতে গিয়ে নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।