ইন্ডাস্ট্রিতে কানাঘুষো.. ফের সম্পর্কে ভাঙন ধরেছে নুসরত জাহানের! যশ দাশগুপ্তের সঙ্গে ছাদ আলাদা হয়ে গিয়েছে তাঁর!



জল্পনা শুরু হয়েছিল তখনই যখন ইনস্টাগ্রামে যশ ও নুসরত একে অপরকে আনফলো করে দিয়েছিলেন।



এরপরে, আলাদা আলাদা ছুটিও কাটাতে গিয়েছেন যশ নুসরত। সেই থেকেই আরও জল্পনা শুরু।



শোনা যাচ্ছে, যশের জীবনে নাকি ফিরে এসেছেন তাঁর প্রাক্তন প্রেমিকা। সেই থেকেই সমস্যার সূত্রপাত।



নুসরত যশের প্রাক্তন প্রেমিকার কথা জানতে পেরে ভেঙে পড়েছিলেন।



যশ যখন মুম্বইতে কাজ করতে গিয়েছিলেন, তখন নাকি নুসরত জানতে পারেন যশের সঙ্গে রয়েছেন তাঁর প্রাক্তন প্রেমিকাও।



গত ৬ মাস থেকেই নাকি আলাদা থাকছেন নায়ক নায়িকা। তাঁদের দেখা কেবল কাজের সূত্রেই।



সদ্যই যশ ও নুসরতের একসঙ্গে একটি ছবি মুক্তি পেয়েছে। নাম 'আড়ি'।



তবে যশ নুসরতের মনোমালিন্য যাতে বিচ্ছেদের দিকে না গড়ায়, সেই চেষ্টাই করছেন নুসরত।