৭২তম বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি।



এবছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১০৮ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন মিস ওয়ার্ল্ড ২০২৫ প্রতিযোগীতায়।



ভারত থেকে অংশ নিয়েছিলেন নন্দিনী গুপ্ত। তবে প্রথম ২০ তেই তাঁর লড়াই শেষ হয়। শেষ ৮-এ পৌঁছতে পারেননি তিনি।



সবাইকে পিছনে ফেলে এবছরের বিশ্ব সুন্দরীর খেতাব জিতে নিয়েছেন তাইল্যান্ডের সুন্দরী ওপাল সুচাতা।



তাইল্যান্ডের ওপাল সুচাতার বেড়ে ওঠা ফুকেতে। পড়াশোনা করেছেন আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে।



পড়াশোনার পাশাপাশি ছোট থেকেই মডেলিংয়ে ঝোঁক ছিল তাঁর। ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতা প্রচারও করেছেন ওপাল।



মাত্র ১৬ বছর বয়সে স্তনে 'লাম্প' ধরা পড়ে ওপাল সুচাতার। তারপর থেকেই ব্রেস্ট ক্যান্সার নিয়ে সচেতনতার বার্তা প্রচার করা শুরু করেন তিনি।



গত বছরের বিশ্ব সুন্দরী অর্থাৎ মিস ওয়ার্ল্ড ২০২৪ Krystyna Pyszkova 'ক্রাউন' পরিয়ে দিয়েছেন তাইল্যান্ডের ওপালা সুচাতার মাথায়।



এর আগে ২০২৪ সালে ওপাল সুচাতা তাইল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন ইন্টারন্যাশনাল মিস ইউনিভার্স ২০২৪- এই বিউটি প্যাজেন্টে।



১২ মাসের মিস ইউনিভার্স তাইল্যান্ড- এই reign শেষ হওয়ার আগেই ওপাল ফের জিতে নিয়েছিলেন মিস ওয়ার্ল্ড তাইল্যান্ড ২০২৫- এর খেতাব।