শুধুমাত্র অভিনয় নয়,
ব্যবসায় ঢুকেছেন তারকারা


বিশেষ করে মেকআপের
ব্র্যান্ড চালু করেছেন অনেকেই


তারকাদের মধ্যে মেকআপ ব্যবসায়
সবচেয়ে সফল ক্যাটরিনা কাইফই


তাঁর সংস্থা Kay Beauty-র
বাজারমূল্য ২০০ কোটি টাকা


২০১৯ সালে Kay Beauty
ব্র্যান্ডের সূচনা করেন ক্যাটরিনা


মেকআপের প্রতি ভালবাসা
থেকেই এই ব্যবসা বেছে নেন


কাজল, ব্লাশ, লিপস্টিক, ফাউন্ডেশন,
লিপ অয়েল, টিন্ট, আইশ্যাডো, আছে সব


১৬০০ শহরে ব্যবসা ছড়িয়ে
Kay Beauty-র


২০২৪ সালে সংস্থার
বাজারমূল্য ২০০ কোটি টাকা


জিনিসের দাম কম রাখাতেই
ক্য়াটরিনার ব্র্যান্ড বিকোয় বেশি