ছোটপর্দায় তিনি জনপ্রিয় সীতার চরিত্রে, বর্তমানে এখন চুটিয়ে সংসার করছেন অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায়

Image Source: @debinabon

বাংলার কন্যা বর্তমানে দুই সন্তানের মা। আর মা হওয়ার পরে অনেকটা ওজন বেড়ে গিয়েছিল অভিনেত্রীর।

Image Source: @debinabon

কিন্তু এখন সেই ওজন কমিয়ে ৬০ কেজি ওজন করে ফেলেছেন দেবিনা! কিন্তু কী করে?

Image Source: @debinabon

দেবিনা ফিটনেস ফ্রিক। ফলে শরীরচর্চা ও ডায়েট করেই তিনি ওজন কমিয়ে ফেলেছেন।

Image Source: @debinabon

সন্তান জন্ম দেওয়ার পরে, ১০ কেজি ওজন কমিয়েছেন দেবিনা। দেখে নেওয়া যাক কী কী করতেন তিনি।

Image Source: @debinabon

দেবিনা যে কোনও রকম প্রসেসড ফুট এড়িয়ে চলেন। একেবারেই খান না।

Image Source: @debinabon

দেবিনা জানিয়েছেন, তিনি সকালেই গরম জলে সামান্য হলুদ, নুন, গোলমরিচ এবং লেবু মিশিয়ে পান করে করেন।

Image Source: @debinabon

দেবিনা কফি খেতে ভালবাসেন। তিনি বাটার কফি বা কফিতে ঘি মিশিয়ে খেতে পছন্দ করেন।

Image Source: @debinabon

কফি সারাদিনের কাজে এনার্জি যোগায়, তবে দেবিনা হরমোনের ব্যালেন্স বজায় কফি খান।

Image Source: @debinabon

দেবিনা জানিয়েছেন তিনি সেলারি, পুদিনা, আদা এবং নুন মেশানো গ্রীন জ্যুস পান করতেন।

Image Source: @debinabon