ছোটবেলা থেকেই তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত, তবে পাশাপাশি চালিয়ে গিয়েছেন পড়াশোনাও। বর্তমানে অভিনয়েই নিজের কেরিয়ার তৈরি করেছেন দিতিপ্রিয়া, কাজ করছেন সিনেমা, সিরিজ ও ধারাবাহিকে। একবার এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে দিতিপ্রিয়া জানিয়েছিলেন, তাঁর প্রিয় খাবার বিরিয়ানি। কলকাতার মধ্যে দিতিপ্রিয়ার সবচেয়ে প্রিয় জায়গা হল বাবুঘাট, প্রিন্সেপ ঘাট নয়। বাবুঘাটের একটি বিশেষ চায়ের দোকান থেকে চা খেতে পছন্দ করেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার দ্বিতীয় প্রিয় জায়গা হল বালিগঞ্জের মার্লিন পার্ক, সেখানে তাঁর স্কুল ছিল। সদ্য প্রেমের সম্পর্কে জড়িয়েছেন দিতিপ্রিয়া তবে এখনই প্রকাশ্যে আনতে চান না প্রেমিকের পরিচয়। জানা গিয়েছে, দিতিপ্রিয়ার প্রেমিক ইন্ডাস্ট্রির মানুষ নয়, ইন্ডাস্ট্রির বাইরের মানুষকেই মন দিয়েছেন দিতিপ্রিয়া। আপাতত ধারাবাহিক থেকে বিরতি নিয়ে সিনেমা ও ওয়েব সিরিজে মন দিয়েছেন দিতিপ্রিয়া। দিতিপ্রিয়ার হাতে রয়েছে একগুচ্ছ ছবির কাজ, শ্যুটিং সারছেন তিনি