ABP Ananda


সদ্য সাংবাদিকদের সঙ্গে প্রেমিকা গৌরী স্প্রাতের আলাপ করিয়ে দিয়েছেন আমির খান


ABP Ananda


তাঁরা নাকি দেড় বছর ধরে একসঙ্গে রয়েছেন। প্রেম করছেন। একত্রবাসও করছেন।


ABP Ananda


কিন্তু তাহলে, কীভাবে গত দেড় বছর ধরে এই সম্পর্ক লুকিয়ে রেখেছিলেন আমির খান?


ABP Ananda


আমিরের প্রেমিকা গৌরী মুম্বইয়ের মেয়ে নন, তিনি বেঙ্গালুরু নিবাসী।


ABP Ananda


মুম্বইয়ে সবসময় আমির পাপারাৎজিদের নজরে থাকলেও, বেঙ্গালুরুর ছবিটা একেবারেই আলাদা।


ABP Ananda


আমির মূলত বেঙ্গালুরুতে গিয়ে গৌরীর বাড়িতেই থাকতেন। পাপারাৎজিরা কেউ জানতেই পারেননি।


ABP Ananda


গৌরীর বাড়িতে সিকিওরিটি একেবারেই সামান্য। সেই কারণে আমির যে সেখানে রয়েছেন তা প্রায় কেউ ই জানতেন না।


ABP Ananda


এভাবেই নিজের সম্পর্ককে সংবাদমাধ্যমের আড়ালে রেখেছিলেন আমির। নজরে আসতে দেননি সংবাদমাধ্যমের


ABP Ananda


আমির জানিয়েছেন, বলিউডের সঙ্গে গৌরীর কোনও যোগ নেই। তিনি নাকি তেমন সিনেমাও দেখেন না।


ABP Ananda


আমিরকে নাকি তারকা বলে মনেই করেন না গৌরী খান।