ক্যামেরার সামনে তিনি তো সবসময়েই হাসিখুশি থাকেন। কিন্তু হঠাৎ কী হল?



সংবাদমাধ্যমকে লুকিয়ে হঠাৎ কর্ণাটকের কুক্কে শ্রী সুব্রহ্মণ্যম মন্দিরে ক্যাটরিনা কইফ। দিলেন পুজো ও।



সাধারণত তো অভিনেতা অভিনেত্রীরা পুজো দেওয়ার বিষয় লুকোন না। তাহলে ক্যাটরিনার হঠাৎ কী হল?



নিজে খ্রীস্টান ধর্মাবলম্বী হলেও ক্যাটরিনা বিশ্বাস করেন হিন্দু ধর্মে। তিনি কুম্ভেও গিয়েছিলেন।



জানা গিয়েছে, এদিন মন্দিরে সর্প সংস্কার পুজো করেন ক্যাটরিনা। কিন্তু কী এই পুজো?



এই রীতিতে পুজো দিলে নাকি ‘কালসর্প দোষ’ কেটে যায়। সেই দোষ কাটাতেই নাকি ক্যাটরিনা গিয়েছিলেন ওই মন্দিরে



তবে কোনও অজ্ঞাত কারণে ক্যাটরিনা যে এই পুজো দিয়েছেন সেই খবর কাউকে জানাতে চান না তিনি।



জানা গিয়েছে শুধু পুজো নয়, ভোগ বিতরণ বা ‘আনন্দম’ রীতিও পালন করবেন তিনি।



তবে এদিন সংবাদমাধ্যমকে দেখ ওড়নায় মুখ ঢাকেন ক্যাটরিনা