সামান্য বিষয় নিয়ে সাক্ষাৎকার দেওয়ায় বিশ্বাসী নন আলিয়া ভট্ট। তিনি বরাবরই ব্যক্তিগত দীবন ব্যক্তিগত রাখতেই ভালবাসেন।



তবে জন্মদিনের আগে সংবাদমাধ্যমের সামনে কেক কাটলেন তিনি। কথাও বললেন। পাশে রইলেন রণবীর কপূর।



আর সেখানেই আলিয়া বললেন, কেন তিনি খুব বেশি সংবাদমাধ্য়মের সঙ্গে কথা বলায় বিশ্বাসী নন।



ছবির প্রচারের সময় ও আলিয়া খুব কম সাক্ষাৎকার দেন। ছবি নিয়ে সামান্য কথাই বলেন।



আলিয়ার মতে তাঁর সবসময় খুব বেশি কিছু বলবার থাকে না। আর নতুন কিছু না বলার থাকলে তিনি সংবাদমাধ্যমকে কী বলবেন, ভেবেই পান না



আলিয়া বিশ্বাস করেন, কেবল কথা না বলে গিয়ে, সংবাদমাধ্যমকে একটা অর্থপূর্ণ বার্তা দেওয়াই শ্রেয়।



সেই কারণেই আলিয়া সংবাদ মাধ্যমে খুব বেশি মুখ খোলেন না।



সদ্য আলিয়া তাঁর সোশ্যাল মিডিয়া থেকে কন্যা রাহার সমস্ত ছবি মুছে ফেলেছেন।



অনেকেই মনে করছেন, একরত্তি কন্যার জীবন ব্যক্তিগত রাখতে চান বলে আলিয়ার এই পদক্ষেপ।



নিজের ব্যক্তিজীবন নিয়েও খুব একটা কথা বলতে স্বচ্ছন্দ্য নন আলিয়া।