শুরু হয়ে গিয়েছে কান চলচ্চিত্র উৎসব। এই বছরেও কানের লাল গালিচায় দেখা যাবে ঐশ্বর্য্য রাই বচ্চনকে।



এই বছর কানের লাল গালিচায় প্রথমবার হাঁটবেন জাহ্নবী কপূর ও।



কিন্তু কানের এই লাল গালিচায় হাঁটার সুযোগ কি একেবারে বিনামূল্যে? যার ইচ্ছা যেতে পারেন?



সূত্র জানাচ্ছে, একেবারেই নয়, কানের লাল গালিচায় হাঁটতে গেলে গুনতে হয় মোটা টাকা।



ঐশ্বর্য্য, জাহ্নবীরাও এর বাইরে নয়, নায়িকাদের কানের লাল গালিচায় হাঁটার জন্য দিতে হয়েছে মোটা টাকা।



সূত্র বলছে, 'কান' চলচ্চিত্র উৎসবের সবচেয়ে দামি টিকিট ২১ লক্ষ টাকায় বিক্রি হয়েছে।



এই বছর 'কান'-এ ব্যালকনির টিকিট ১,৩২,৮৯৯.২২ লক্ষ থেকে ৮,৪২,৩১১.৩৫ লক্ষ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে



এই বছর তালিকায় রয়েছে ভারতের ৫টি ছবি। ইতিমধ্যেই ফ্রান্সে পৌঁছে গিয়েছেন টিম



জাহ্নবী ও ঐশ্বর্য্য ছাড়া ইতিমধ্যেই কানের লাল গালিচায় হেঁটেছেন উর্বশী রাউতেলা



এই বছর আলিয়া ভট্টের কানে যাওয়ার কথা থাকলেও তিনি না বাতিল করেছেন।