সোশ্যাল মিডিয়ায় তোলপাড়, অম্বানিদের বিবাহে গিয়ে নাকি সলমন খানের হাত ধরে ছবি তুলেছেন ঐশ্বর্য্য রাই বচ্চন! সদ্য সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে এমনই এক ছবি, অম্বনিদের বিয়ে বাড়িতে পাশাপাশি দাঁড়িয়ে ঐশ্বর্য্য আর সলমন। তবে একটু ভাল করে দেখলেই বোঝা যায়, ছবিটি আসল নয়, ফটোশপ করে তৈরি করা। কিন্তু হঠাৎ সলমনের সঙ্গে কেন নাম জড়াল রাইসুন্দরীর? কারণ লুকিয়ে অন্যখানে। আসলে অম্বানিদের বিয়েতে এক ফ্রেমে দেখা যায়নি ঐশ্বর্য্য ও অভিষেককে। অমিতাভ, জয়া, নব্যাদের সঙ্গে বিয়েবাড়িতে এসেছিলেন অভিষেক, ফ্রেমে ছিলেন না ঐশ্বর্য্য। অন্যদিকে ঐশ্বর্য্য এসেছিলেন একা, মেয়েকে সঙ্গে নিয়ে। সেই থেকে শুরু বচ্চন পরিবারে ভাঙনের গুঞ্জন এর আগে একাধিকবার শোনা গিয়েছিল, বচ্চন পরিবার থেকে আলাদা থাকছেন ঐশ্বর্য্য অম্বানিদের পরিবারে সেই গোপন সত্যই যেন ফের প্রকাশ্যে চলে এল। তবে অম্বানিদের বিয়ের একটি ভিডিওতে কথা বলতে দেখা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্য্যকে