'কল্কি ২৮৯৮ এডি': একাধিক ভাষায় মুক্তি পাওয়া এই ছবির হিন্দি সংস্করণ সবচেয়ে বেশি আয় করেছে এখনও পর্যন্ত। দেশে আয় ২৪৫.৪০ কোটি টাকা।



'ফাইটার': হৃত্বিক-দীপিকা অভিনীত এই ছবি তালিকায় দ্বিতীয় স্থানে। ২১৫ কোটি টাকা আয় করেছে এই ছবি।



'শয়তান': মাধবন ও অজয় দেবগণ অভিনীত এই ছবি এখনও পর্যন্ত ভারতীয় বাজারে মোট ১৫১ কোটি টাকা ব্যবসা করেছে।



'মুঞ্জ্যা': শর্বরী ওয়াঘ অভিনীত এই ছবি চতুর্থ স্থানে। ভারতীয় বাজারে আয়ের পরিমাণ ১০৪. ৩১ কোটি টাকা।



'ক্রু': করিনা কপূর খান, তবু, কৃতি শ্যানন অভিনীত এই ছবি এখনও পর্যন্ত ৯০ কোটি টাকার ব্যবসা করেছে।



'তেরি বাতোঁ মে অ্যায়সা উলঝা জিয়া': শাহিদ কপূর ও কৃতি শ্যানন অভিনীত ছবিটি ভারতীয় বাজারে আয় করে ৮৭ কোটি টাকা।



'আর্টিকল ৩৭০': ইয়ামি গৌতম অভিনীত এই ছবি এখনও পর্যন্ত ভারতীয় বাজারে ৮৪ কোটি টাকা আয় করে।



'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ': ৬৬ কোটি টাকা আয় করেছে অক্ষয় কুমার ও টাইগার শ্রফ অভিনীত এই ছবি। তালিকায় অষ্টম স্থানে জায়গা।



'চন্দু চ্যাম্পিয়ন': এই ছবির জন্য প্রশংসিত কার্তিক আরিয়ান। এখনও পর্যন্ত ভারতীয় বাজারে এর ব্যবসার পরিমাণ ৬৫.৫০ কোটি টাকা।



'হনুমান': হিন্দি ভাষায় এই ছবির ব্যবসার পরিমাণ ৫৮ কোটি টাকা। এই তালিকায় দশম স্থানে রয়েছে ছবিটি।