আরজি কর কাণ্ডের চূড়ান্ত প্রভাব টলিউডে, ছবির মুক্তি, টিজার রিলিজ নিয়ে সিদ্ধান্ত বদল করছেন পরিচালকেরা!



'পদাতিক' মুক্তি পেলেও বাংলাদেশের পরিস্থিতির জন্য ছবির প্রচারে কলকাতায় আসতে পারেননি চঞ্চল চৌধুরী



বাংলাদেশে মুক্তিই পায়নি 'পদাতিক', কলকাতাতেও শেষ মুহূর্তের প্রস্তুতি থেকে বিরত থেকেছেন সৃজিত মুখোপাধ্যায়।



মুক্তি পেয়েছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর আবির চট্টোপাধ্যায় অভিনীত, রাজ চক্রবর্তীর নতুন ছবি 'বাবলি'



বর্তমান পরিস্থিতিকে মাথায় রেখে এই ছবির শেষ মুহূর্তের সমস্ত প্রচার বন্ধ রাখা হয়েছে।



ছবি মুক্তি পেলেও বাতিল করা হয়েছে 'বাবলি'-র স্পেশাল স্ক্রিনিং।



বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে টিম 'বাবলি'-র তরফে



দিন ঘোষণা করেও পিছিয়ে দেওয়া হয়েছে শিবপ্রসাদ-নন্দিতার পুজোর ছবি বহুরূপী-র টিজার মুক্তির দিন।



পিছিয়ে দেওয়া হয়েছে শ্রাবন্তী শুভ্রজিতের ছবি দেবী চৌধুরানী-র প্রচারের দিনও।



'খাদান'-এর টিজার মুক্তির দিনও পিছিয়ে দিয়েছেন দেব। ঘোষণা করেছেন সোশ্যাল মিডিয়ায়।