বর্তমানে ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় মুখ তিনি, কিন্তু কীভাবে শুরু হয়েছিল 'জগদ্ধাত্রী'-র সফর?



এবিপি লাইভের সঙ্গে নিজের সফরের কথা শেয়ার করে নিলেন অঙ্কিতা মল্লিক।



ছোট থেকেই অঙ্কিতার ইচ্ছা ছিল অভিনেত্রী হওয়ার। পড়াশোনা শেষ করে করতে চেয়েছিলেন অভিনয়ই।



তবে একটা সময়ে বারে বারে অডিশন দেওয়ার পরেও সিলেক্ট হচ্ছিলেন না অঙ্কিতা।



এরপরে, অন্য একটি ধারাবাহিকের জন্য অডিশন দিতে এসে তিনি অফার পার জগদ্ধাত্রী ধারাবাহিকটির



বাড়ি থেকে চিরকালই অভিনয়ের জন্য সমর্থন পেয়ে এসেছেন অঙ্কিতা। তাঁকে নিয়ে খুশি পরিবার।



প্রথম ধারাবাহিকেই নজর কেড়েছেন অঙ্কিতা, স্বয়ম্ভুর সঙ্গে তাঁর জুটি দর্শকদেওর বেশ প্রিয়।



অঙ্কিতা জানিয়েছেন, ব্যক্তিগত জীবনে তিনি অবশ্য অনেকটা আলাদা জ্যাজ় স্যানালের থেকে।



বাড়িতে অঙ্কিতা ভীষণ শান্ত, পরিবারের সঙ্গে সময় কাটাতেই পছন্দ করেন তিনি।



অঙ্কিতার প্রিয় গোয়েন্দা চরিত্র ফেলুদা